খুলনা থেকে আজিম নগর ভ্রমনের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পথ হলো ট্রেন পথ। এই পথে যে সকল ট্রেন চলাচল করে সে সব ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়েই আমরা আজ এই আর্টিকেল সাজিয়েছি। এই পথে যারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই আর্টিকেল খুবই জরুরী।

খুলনা টু আজিম নগর ট্রেনের সময়সূচী

দূরের পথ পাড়ি দেওয়ার জন্য সবাই আন্তঃনগর ট্রেনটিকে বেছে নেয়। আর এই পথে আপনারা দুইটি আন্তঃনগর ট্রেন পাবেন আজিম নগর ভ্রমনের জন্য। নিচে ট্রেন গুলোর সময়সূচী ও অফ ডে ছকের সাহায্যে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বে যখন পৌছাবেছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫)০৬ঃ১৫১১ঃ০৭মঙ্গলবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১)১৬ঃ০০২১ঃ০২সোমবার

খুলনা টু আজিম নগর ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেনের টিকিটের মূল্য আসন ভিত্তিতে আলাদাভাবে নির্ধারণ করা আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী পছন্দের আসন ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। টিকিটের মূল্য ছক আকারে নিচে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২২৫
শোভন চেয়ার ২৭০
১ম শ্রেণি ৩৫৫
স্নিগ্ধা ৪৪৫
এসি সিট ৫৩৫

এই পথে আপনাদের ট্রেন ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে এটাই আমাদের কাম্য। আপনারা ট্রেনে উঠার আগেই টিকিট নিশ্চিত করুন ও বিনা টিকিটে ভ্রমণ হতে বিরত থাকুন। ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News