কালুখালী থেকে যারা কুমারখালী ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ বোধ করেন তাদের জন্য আমাদের এই আর্টিকেল লেখা হয়েছে। এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে। তাই এই পথে যারা ট্রেনে ভ্রমন করেন তারা মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি পড়ুন।

কালুখালী টু কুমারখালী ট্রেনের সময়সূচি

কালুখালী থেকে কুমারখালী অভিমূখে দুইটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে থাকে।আপনাদের অবগতির জন্য ট্রেন দুটির সময়সূচি ও ছুটির দিনসহ বিস্তারিত তথ্য নিচে ছকের সাহায্যে তুলে ধরা হলো।

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌছানোর সময়

মধুমতি এক্সপ্রেস(৭৫৫)
বৃহস্পতিবার ১৬ঃ০০১৬ঃ৪২
টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৩)মঙ্গলবার০৯ঃ০৫০৯ঃ৪৪

কালুখালী টু কুমারখালী ট্রেনের ভাড়ার তালিকা

কালুখালী থেকে কুমারখালী পর্যন্ত আন্তঃনগর ট্রেনে আপনি আপনার বাজেট অনুযায়ী আসন গ্রহণ করে যাতায়াত করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত মূল্যে আপনি যে কোনো শ্রেণির আসন গ্রহণ করতে পারবেন। নিচে আসন ভিত্তিতে টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো।

আসনভাড়া (ভ্যাটসহ)
শোভন৪৫
শোভন চেয়ার ৫০
১ম শ্রেণি৯০

উপরোক্ত সকল তথ্য বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের যাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করবে। অন্যান্য ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা পেতে আমাদের পেজে চোখ রাখুন। 

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News