হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা? তুমি কি ধাঁধা পছন্দ করো? যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র তোমার জন্যই, কারণ এই পোস্টে তুমি পাক্কা ৩৫ টা ইন্টারেস্টিং ধাঁধা এবং গুগলি দেখতে পারবা যেগুলোর উত্তর জানা থাকলে সব জায়গায় তুমি হিরো হয়ে যাবা। তো চলো আজাইরা প্যাঁচাল না পাইরা সোজা ধাঁধা তে চলে যাওয়া যাক।

১) একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেয়া হলো না কেন?

উত্তর: কারণটা হলো এখানে কাউ মানে হলো গরু। 

২) বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো?

উত্তরটা হলো: আমাদের হাতের বুড়ো আঙ্গুল।

৩) ভারতের এমন একটা শহরের নাম বলুন তাকে সোজা অথবা উল্টো যেমনভাবেই লিখবেন একই থাকবে?

উত্তর: শহরটির নাম হল কটক।

৪) প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে রামবাবু পেশায় একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা করে যা পান তাই খেয়েই জীবনযাপন করেন এখানে প্রশ্ন হল রামবাবু কোথায় ভিক্ষা করে?

সঠিক উত্তর হলঃ জাপান (যা পান)

৫) কোন টেবিলের কোন পা থাকে না? আপনাকে দুটি উত্তর দিতে হবে।

উত্তর দুটি হল: ভেজিটেবিল ওর টাইম টেবিল

৬) কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা, আর পরিষ্কার হলে কালো উত্তরটা কি হবে?

সঠিক উত্তর হলো: ব্ল্যাকবোর্ড

৭) রাতে আসে রাতে যায় চোর নয় বাঘ নয় মানুষ খায় গরুও খায় বলুনতো কি?

উত্তরটা হলো: মশা

৮) যে দেবে সে বলবে না, যে নেবে সে জানবে না, জানলে কেউ নেবে না, বলুন তো জিনিসটা কি?

সঠিক উত্তর হলঃ জাল নোট

৯) বলুনতো কার ওনেক দাঁত আছে কিন্তু সে কোন খাবার খেতে পারে না? শর্ত আপনাকে দুটি উত্তর দিতে হবে

সঠিক উত্তর দুটি হল: চিরুনি ও মরা মানুষ

১০) কি এমন জিনিস আছে যা ডানা ছাড়াই উড়তে পারে আবার চোখ ছাড়াই কাঁদতে পারে উত্তরটা কি হবে?

সঠিক উত্তর হলঃ আকাশের মেঘ

১১) বলুন তো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক কিংবা শীতকাল, সবসময় ঠান্ডাই থাকে ? 

উত্তর: গরম কাল হোক বা শীতকাল বরফ সবসময় ঠান্ডাই থাকে।

১২) বছরে তুমি আমাকে একবার কেনো এবং সারা বছর আমাকে ইউজ করো , তারপরে আমাকে ফেলে দাও বলতো দেখি আমি কে?

উত্তর: বছরে আমরা একবার ক্যালেন্ডার কিনি এবং সেটাকেই সারাবছর ইউজ করি, তারপর বছর শেষ হয়ে গেলে ফেলে দিই।

১৩) কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে, একবার সে চলে গেলে আর কোনদিন ফিরে আসে না, বলতে পারবেন জিনিসটা কি?

উত্তর: সময়

১৪) ১০০ টাকা থেকে ৯৯ টাকা নিয়ে নিলে কত টাকা বেঁচে থাকবে?

উত্তর: আপনার কাছে বেঁচে থাকবে ১০ টাকা কারণ নিরা হলো এখানে একজন মেয়ের নাম

১৫) তিন অক্ষরে নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে, বলুনতো জিনিসটা কি?

উত্তর: কয়লা মাটির নিচে থাকে কয়লার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা আর কলা গাছে ঝুলে থাকে।

১৬) বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে না বলতে পারবে তাকে চিমটি কাটি বলুনতো উত্তর কি হতে পারে?

এই প্রশ্নের উত্তরটা হবে:  চালতা 

১৭) গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কত কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা?

উত্তর হবে: পড়বার বই

১৮) ৩৬৫ দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে?

উত্তর: কারণ সেই মানুষটি দিনে ঘুমায়নি কিন্তু রাতে তো ঘুমিয়েছে

১৯) আমাদের কানেতে থাকে কচু গাছেও থাকে সেটাকে উল্টে দিলে হয় একটি শস্যদানা বলুনতো জিনিসটা কি?

উত্তর: কানের যে অংশটাতে মেয়েরা কানের পরে সেই অংশটা কে বলে কানের লতি কচুর লতি হয়, আর লতি  কে উল্টে দিলে হয় তিল যা হলো একটি সরষা দানা।

২০)  দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো জিনিসটা কি?

উত্তর হবে: পান

২১)  কোথায় বসলে সামনে এবং পিছনে যাওয়া যায় ওপর এবং নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায়না?

উত্তর হবে: নাগরদোলা চাপলে

২২) ছোটবেলায় কালো থাকে যৌবনে সে লাল সাদা হয় বুড়ো বয়সে এমনই তার হাল, বলুনতো জিনিসটা কি?

উত্তর হবে: কয়লা

২৩) এমন কোন শব্দ আছে যেটাকে আপনি লিখতে পারবেন কিন্তু পড়তে পারবেন না?

উত্তর: আপনি যে ভাষা জানেন না সেই ভাষায় দেখে দেখে যে কোন শব্দ লিখতে পারবেন, কিন্তু আপনি যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না।

২৪) একটা কাপড় শুকাতে যদি ৩০ মিনিট সময় লাগে, তাহলে তিনটি কাপড় শুকাতে কত সময় লাগবে?

উত্তর: একটা কাপড় শুকাতে যত সময় লাগবে ৩টি কাপড় শুকাতে ও ঠিক ততটাই সময় লাগবে

২৫) আপনি বলুন তো একজন ব্যক্তিকে চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারে?

উত্তর: কি করে পারবে লোকটা তো মৃত তাইতো প্রশ্নতে বলা হয়েছিল তার বিধবা স্ত্রীর বোনকে

২৬) কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে

উত্তর: উট পেন্সিল

২৭) বলুনতো এমন কোন জিনিস আছে যেটা একবার খাবার পর কেউ আর খেতে চায় না, কিন্তু সবাইকে আবার খেতে হয়।

উত্তরটা খুবই সহজ ছিল উত্তরটা হলো: ধোকা , আপনি কি কোনদিন ধোকা খেয়েছেন?

২৮) একজন ব্যক্তি তার পুরো জীবনে কোন শব্দ টা সবথেকে বেশি বার শুনে?

উত্তর: আমরা আমাদের নামটা আমাদের জীবনে সবথেকে বেশি বার শুনি

২৯) এমন কি জিনিস আছে যা সবসময় আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারিনা বলুনতো জিনিসটা কি?

উত্তর: আমরা আমাদের ছায়াকে দেখতে পাই কিন্তু তাকে ধরতে পারিনা

৩০) জিনিসটা রাতে থাকে কিন্তু দিনে থাকেনা, প্রদীপের নিচে থাকে কিন্তু উপরে থাকে না, বলুনতো জিনিসটা কি?

উত্তর হবে: অন্ধকার 

৩১) কোন জিনিসের জন্ম সমুদ্রতে কিন্তু থাকে সে আমাদের সকলের ঘরে বলুনতো জিনিসটা কি?

উত্তর: লবণ বা নুন

৩২) হাত আছে কোমর থেকে পা পর্যন্ত কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বলুনতো জিনিসটা কি?

উত্তর হবে; আমাদের জামা

৩৩) বলুনতো দেখি আপনার ঘটে কত বুদ্ধি কোথায় বুধবার মঙ্গলবার থেকে আগে আসে? উত্তর হবে: বাংলা ডিকশনারি তে 

৩৪) এটা একটা গুগলি প্রশ্ন উত্তরটা সেই ভাবেই ভাবনা-চিন্তা করে দেবেন, কতর মধ্যে থেকে কত বাদ দিলে বলুনতো কত থাকে?

উত্তর: কত শব্দ টা থেকে কত বাদ দিলে পড়ে থাকে র অক্ষরটা

৩৫) এপারে ঢেউ ওপারে ঢেউ মধ্যেখানে বসে আছে বুড়ো দাদুর বৌ, বলুনতো উত্তর কি হবে?

উত্তর হবে: কচুরিপানা

যারা প্রত্যেকটি ধাঁধা পড়ে ফেলেছ তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো এই ৩৫ টি ধাঁধার মধ্যে কোন ধাঁধাটি তোমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং মনে হয়েছে। আর তোমার নিজস্ব মতামত থাকলে সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং পোস্টে ততক্ষণ পর্যন্ত আমাদের তথ্যাদির সাথেই থাকুন।

আরো দেখুন:

Google News