যাত্রা পথের সকল বিড়াম্বনা এড়িয়ে যারা নিরাপদে ও শান্তিতে ভ্রমণ করেত চান তাদের জন্য আমরা এই আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত যারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্যই এই আর্টিকেল। এই আরটিকেলে এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সহ যাবতীয় তথ্য রয়েছে। এই পথে ট্রেন ভ্রমনকারীদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ করছি।

কুমিল্লা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমূখে একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে থাকে। নিচে এই পথে চলাচলকারী এই সব ট্রেনের সময়সূচী ছক আকারে তুলে ধরা হলো।

ট্রেনের নামট্রেনের ধরনযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
মহানগর প্রভাতী(৭০৪)আন্তঃনগর১১ঃ০৭১৩ঃ৫০নাই
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)আন্তঃনগর১৬ঃ৩২১৯ঃ৩৫শনিবার
মহানগর এক্সপ্রেস(৭২২)আন্তঃনগর০১ঃ৪৭০৪ঃ৫০রবিবার
উদ্যান এক্সপ্রেস(৭২৪)আন্তঃনগর০৩ঃ০৭০৬ঃ০০রবিবার
ত্রিণা (৭৪২)আন্তঃনগর০৩ঃ২০০৬ঃ২০নাই 
বিজয় এক্সপ্রেস(৭৮৬)আন্তঃনগর০২ঃ৩৬০৫ঃ৫০মঙ্গলবার 
চট্টগ্রাম মেইল(০২)মেইল০৪ঃ০০০৭ঃ২৫নাই 
কর্ণফুলী এক্সপ্রেস(০৪)মেইল১৪ঃ২০১৮ঃ০০নাই 
জালালাবাদ এক্সপ্রেস(১৪)মেইল০৭ঃ৩৭১২ঃ১০নাই 
ময়মনসিংহ এক্সপ্রেস(৯৩৮)মেইল১৫ঃ৪৬২১ঃ০৫নাই 
চাটলা এক্সপ্রেস(৬৮)মেইল১৭ঃ০৩২০ঃ২৫মঙ্গলবার 
লাকসাম কমিউটার(৮০)মেইল০৫ঃ৩০০৮ঃ৩০শনিবার 

কুমিল্লা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া তালিকা

কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য নিচে ছক আকারে তুলে ধরা হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১৪৫
শোভন চেয়ার ১৭০
১ম শ্রেণি ২৩০
১ম বার্থ ৩৪০
স্নিগ্ধা ৩২৮
এসি সিট ৩৯১
এসি বার্থ ৫৮৭

আপনাদের ট্রেন যাত্রাকে নিরাপদ ও আনন্দদায়ক করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। আশাকরি এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে কিছুটা হলেও স্বস্তি দিবে। সকলের ট্রেন যাত্রা নিরাপদ হোক এই কামনায় শেষ করছি।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News