হ্যালো বন্ধুরা, এই পোস্টটি সম্পূর্ণ সাজানো হয়েছে আলমডাঙ্গা টু কোটচাঁদপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দিয়ে। তাই যারা ইন্টারনেটে বিগত দিনগুলোতে আলমডাঙ্গা টু কোটচাঁদপুর ট্রেনের সঠিক তথ্য সার্চ দিয়েও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য থাকছে অনেক খুশির সংবাদ। কারণ এই পোস্টে আপনি ১০০% সঠিক তথ্যটি পাবেন তাহলে চলুন শুরু করা যাক।

আমরা প্রথমেই শুরু করতে চাই আলমডাঙ্গা থেকে কোটচাঁদপুর কোন ট্রেন গুলো যাই এবং কোন কোন সময় বা যাই সেগুলির তালিকা দিয়ে। নিচে টেবিল করে দেওয়া হলো দেখে নিন।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
চিত্রা এক্সপ্রেস (৭৬৩)সোমবার১১:০০১২:০৭
সাগরদারি এক্সপ্রেস (৭৬১)সোমবার১৮:০০১৯:১৫
রুপসা এক্সপ্রেস (৭২৭)বৃহস্পতিবার০৮:৫৬১০:০৫
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)মঙ্গলবার২৩:৫৯০১:১৩
কাপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)মঙ্গলবার০৯:২০১০:৩৫
সীমান্ত এক্সপ্রেস (৭৪৭)সোমবার১২:৫৯০০:১১

আমরা উপরে টেবিল দেখেই বুঝতে পারলাম যে এই পথে অনেক গুলো ট্রেন ই চলাচল করে তাহলে চলুন এবার জেনে নিই আলমডাঙ্গা টু কোটচাঁদপুর যেতে কত টাকা ভাড়া লাগবে মানে ট্রেন টিকিট এর দাম কেমন। ট্রেনের টিকিটের আপডেটেড প্রাইস নিচে টেবিল করে দেওয়া হলো।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভন৬০
শোভন চেয়ার৭০
প্রথম সিট৯৫
স্নিগ্ধা১১৫
এসি সিট১৪০

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আলমডাঙ্গা টু কোটচাঁদপুরের ট্রেন সিডিউল। তো যারা এ পথের যাত্রী আশা করছি তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে পোস্টটি। যদি ভালো লেগেই থাকে তাহলে শেয়ার করে দিন, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News