পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা আপনার জন্য জরুরি হতে পারে, যদি আপনি চাকরির পরীক্ষার্থী বা চাকরিপ্রার্থী হয়ে থাকেন। কেননা চাকরির ভাইভাতে মূলত এ জাতীয় প্রশ্ন করা হতেই পারে আপনাকে। বাংলাদেশের কোথায় কোন প্রকল্পের আবির্ভাব ঘটছে কত সালে কোন প্রকল্পটি সম্পন্ন হচ্ছে এ সম্পর্কে জানতে হবে আপনাকে। আর তাই অনেকেই এই প্রয়োজন থেকেই হয় হামেশাই সার্চ করে বেড়ান-পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞান এ টু জেড জানতে চাই।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

আরও দেখুনঃ সাধারন জ্ঞানমূলক প্রশ্নাবলী.

তো পাঠক বন্ধুরা, পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে আপনিও যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের আজকের আর্টিকেলটি পড়ে ফেলতে পারেন। কেননা আমরা পদ্মা সেতু প্রকল্পটি কখন পরিকল্পিত হয়েছিল এবং শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটি বিষয় আজকের এই প্রবন্ধে তুলে ধরবো। তাহলে আসুন জেনে নেই ২০২৩ সালে পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক সকল প্রশ্ন ও তার উত্তর। 

পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু প্রকল্পটি কবে বাস্তবায়িত হয়েছে, এই সেতুটি অর্থনীতির উপর কতটুকু প্রভাব বিস্তার করবে,  পদ্মা সেতু বাস্তবায়নে কত বাজেট ছিল এবং এটি আমাদের বাংলাদেশে কততম সেতু তার সমস্ত বৃত্তান্ত তুলে ধরবো আমরা আজকে। তাই এক নজরে আমাদের নিম্নে উল্লেখিত টেবিলটি থেকে জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন ও তার সমাধান। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন উত্তর
পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কত?পদ্মা সেতুর উদ্বোধন তারিখ ২৫-শে জুন ২০২২
পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠাতা কে?.পদ্মা সেতুর নির্মাণ ভিত্তিক প্রস্তর স্থাপনা প্রতিষ্ঠাতা শেখ হাসিনা।
পদ্মা সেতুর উদ্বোধন করেন কে?পদ্মা সেতুর উদ্বোধন করেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পদ্মা সেতুর নকশা প্রণয়নকারী কে?পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)
পদ্মা সেতুর মোট কতটি পিলার রয়েছে?পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২ টি
পদ্মা সেতুর মেয়াদ কত বছর?স্বপ্নের পদ্মা সেতুর মেয়াদ প্রায় ১০০ বছর
পদ্মা সেতুর নির্মাণ খরচ কত?পদ্মা সেতুর নির্মাণ খরচ ৩০ হাজার কোটি টাকা
 পদ্মা সেতু কতটুকু জমি অধিগ্রহণ করেছে?প্রায় ৯১৮ হেক্টর জমি
পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শেষ হয়?পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের ২৩ শে জুন.
পদ্মা সেতুর সংযোগ সড়কের দূরত্ব কত কিলোমিটার?সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার
পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করছে কোন কর্তৃপক্ষ?.স্বপ্নের পদ্মা সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ.
পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠানের নাম কি?পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
পদ্মা সেতুর দেখাশোনার দায়িত্ব পালন করছে কে?পদ্মা সেতুর দেখাশোনার দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী.
পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত?পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ (রিখটার স্কেলে)
পদ্মা সেতুর প্রস্থ কত?১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)।
পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়?পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ শে নভেম্বর.
পদ্মা সেতুর পুরো নাম কি? পদ্মা সেতুর পুরো নাম পদ্মা বহুমুখী সেতু।
কত সালে পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়?২০০১ সালের ৪ঠা জুলাই পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আর এই স্থাপনাটি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ও গভীরতা কত ফুট?পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা হল ২৬৪টি।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট
পদ্মা সেতুর প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ওজন কত?.প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
পদ্মা সেতুর স্থানাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
মাটির কত মিটার গভীর গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে?মাটির ১২০-১২৭ মিটার গভীর গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে।
 পদ্মা সেতুর নিকটতম সেনানিবাস কোনটি?পদ্মা সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস.
পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট?পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের কতটি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত করে পদ্মা সেতু?প্রায় ২৯ টি জেলার সঙ্গে পদ্মা সেতু সংযোগ ত্বরান্বিত করে.
পদ্মা সেতুর মোট স্প্যান  সংখ্যা কত? পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা হচ্ছে ৪১.
পদ্মা সেতুর দুই পাড়ে নদীর শাসন কত কিলোমিটার?দুই পাড়ে নদীর শাসন মোট ১২ কিলোমিটার
পদ্মা সেতুর অবস্থান কোথায়?পদ্মা সেতুর অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে. 
পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?প্রতি পিলারের জন্য পাইলিং রয়েছে ৬ টি করে। তবে ১২ টি পিলারের জন্য ৭ টি করে রয়েছে।
পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার সংখ্যা কত?পদ্মা সেতুর ভায়াডাকট পিলার সংখ্যা মোট ৮১ টি.

আরও পড়ুনঃ চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

আরও দেখুনঃ

Google News