এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি কখনো স্বপ্ন দেখেননি , একজন মানুষ তার মোট জীবনের প্রায় ছয় বছর সময় স্বপ্ন দেখে কাটান। আমরা সবাই স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন, মন্দ স্বপ্ন, ভয়ের স্বপ্ন ,আনন্দে স্বপ্ন, আজকের টপিক স্বপ্ন, এবং স্বপ্ন কি?

আমরা স্বপ্ন কেন দেখি? এর নির্দিষ্ট কোন উত্তর নেই, বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা বিভিন্ন থিউরি এর মাধ্যমে একে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, স্বপ্ন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ONIEROLOGY স্বপ্ন নিয়ে অনেকগুলো থিওরি আছে , আর সেই থিওরি গুলো নিচে তালিকা করে দেওয়া হলো।

Psychoanalytical Theory

বিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে স্বপ্ন হলো আমাদের অবহিত আকাঙ্খার প্রতিফলন, এর দুটি অংশ থাকে প্রকাশিত অংশ এবং অন্তর্নিহিত অংশ, প্রকাশিত অংশে থাকে সত্যি কারের ছবি ,ভাবনা, বস্তু ,এসব। আর অপ্রকাশিত অংশে থাকে স্বপ্নের মনস্তাত্ত্বিক।

ACTIVATION SYNTHESIS MODEL 

আমাদের রুমে একটি পর্যায় হলো REN এ পর্যায়ে আমরা স্বপ্ন দেখি ঘুমের এই REN পর্যায়ে মস্তিষ্কের সেই অংশ গুলো সক্রিয় হয়ে ওঠে যারা বিভিন্ন ধরনের আবেগ ,অনুভূতি , আর স্মৃতির সঙ্গে জড়িত। আর মস্তিষ্কের অভ্যন্তরীণ সক্রিয়তার ফলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সিগন্যাল এবং আমরা স্বপ্ন দেখি।  অর্থাৎ স্বপ্ন হল মস্তিষ্কের অভ্যন্তরীণ সিগন্যাল এর ফলাফল।

Information Processing Theory 

এই থিওরী অনুযায়ী আমাদের মস্তিষ্ক সারাদিন যেসব তথ্য গ্রহণ করে রাতের বেলা ঘুমের সমস্যায় তথ্যগুলো প্রসেস করা হয়। আর স্বপ্ন হলো সেই তথ্য প্রসেসিং এর একটি অংশ। একজন মানুষ প্রতি রাতে তিন থেকে সাতটি স্বপ্ন দেখে, প্রতিটি স্বপ্ন কয়েক সেকেন্ড থেকে শুরু করে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে, কিন্তু ঘুম থেকে ওঠার ৫ মিনিটের ভেতরেই সে প্রায় ৫০% স্বপ্ন ভুলে যায়। আর ১০ মিনিটের ভিতরে ভুলে যায় প্রায় ৯০ শতাংশ। স্বপ্নে আমরা সেই সমস্ত চেহারাকেই দেখি যাদেরকে আমরা সচেতন বা অবচেতনভাবে আগে কোথাও দেখেছি।

অন্ধ মানুষেরা কি স্বপ্ন দেখতে পারে? উত্তরটা হলো হ্যাঁ এমনকি জন্মান্ধ ব্যক্তিরাও স্বপ্ন দেখতে পারেন, তবে তাদের স্বপ্নে ছবি থাকে না। থাকে বিভিন্ন ধরনের শব্দ ,গন্ধক, স্পর্শ ,শাদ, এসব এমনকি বিজ্ঞানীদের গবেষণায় বানর, বিড়াল, কুকুর, হাতী এসব প্রাণীরাও স্বপ্ন দেখতে পারেন বলে কিছু তথ্য পাওয়া গেছে। স্বপ্নের উপরে আমাদের সাধারণত কোনো নিয়ন্ত্রণ থাকে না, স্বপ্নের মধ্যে আপনি চাইলেও সাধারণত নড়াচড়া করতে পারেন না, ধরুন আপনি স্বপ্নের মধ্যে দেখলেন আপনি দৌড়চ্ছেন কিন্তু ঘুম থেকে উঠে আপনি নিজেকে বিছানাতে আবিষ্কার করলেন।

স্বপ্ন মানে না নিয়ম-নীতি যুক্তি কারণ মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স যা আমাদের যুক্তি বিবেচনাবোধ এসব কে নিয়ন্ত্রণ করে যাই সেইসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। অনেক সময় মানুষ বুঝতে পারছে যে সে স্বপ্ন দেখে, এমনকি সে চাইলে স্বপ্নে ঘটনাপ্রবাহ কেউ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে, এ ধরনের স্বপ্নকে বলা হয় *লুসিড ড্রিম* স্বপ্ন নিয়ে বিজ্ঞান যতই খুট মোটে তথ্যই দিক না কেন আমরা কিন্তু স্বপ্ন দেখানো থামাবো না , তাই বেশি বেশি স্বপ্ন দেখুন জেগে জেগে এবং ঘুমিয়ে।

আরো দেখুন:

Google News