একটা মানুষ না জানি এক রাতের মধ্যেই কত স্বপ্ন দেখে একটা রিসার্চ অনুযায়ী একজন মানুষ প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর পরে প্রায় গড়ে তিন চার ঘন্টা স্বপ্ন দেখে , আর সেই স্বপ্ন গুলোর মধ্যে সব স্বপ্ন কিন্তু আমাদের মনে থাকে না মাঝেমধ্যে খুব অল্প কিছু স্বপ্নই আমাদের মনে থাকে। কিন্তু আমরা রাত্রে বেলায় ঘুমোবার পর যেসব স্বপ্ন দেখি কোন কোন স্বপ্ন সত্যি হয়? আমরা যে সব স্বপ্ন ঘুমের ঘোরে দেখে থাকি সেই সব স্বপ্ন কি সত্যি বাস্তবে পরিণত হতে পারে ? আর বাস্তবে পরিণত হলে কোন সময়ের দেখা স্বপ্ন বাস্তবে পরিণত হয় অর্থাৎ আপনি কেমন করে বুঝলেন যে রাত্রের এই সময়ে স্বপ্ন দেখলে আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে? আজকের এই পোস্ট টিতে আমরা সেটাই জেনে নেবো।
স্বপ্ন আমরা বাধ্য হয়েই দেখি কেউ তার নিজের ইচ্ছেতে স্বপ্ন দেখতে পারে না, ঘুমানোর পরে প্রকৃতি আমাদেরকে যেসব স্বপ্ন দেখায় আমরা সেই সব স্বপ্নই দেখে থাকি, আর আমরা যত সব স্বপ্ন দেখি তার মধ্যে কিছু স্বপ্ন আছে যেগুলোকে আমরা মনেপ্রাণে চাই যাতে বাস্তবে পরিণত হোক। আবার এমন কিছু স্বপ্ন আছে যেগুলোকে আমরা কখনই বাস্তবে পরিণত করতে চাইনা , স্বপ্ন শাস্ত্রের অনুযায়ী আমরা যখন কোন স্বপ্ন দেখি সেটাকে মনে রাখতে পারি, তখন সেই স্বপ্নের মধ্য দিয়ে প্রকৃতি আমাদেরকে কিছু নির্দেশ দেয়। তাহলে আপনার মনে প্রশ্ন জাগছে যে রাতের কোন সময় স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়ে যায়?
আপনি হয়তো অনেকের মুখে শুনেছেন যে ভোরের দিকে স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন সত্যি হয়ে যায়? গ্যারান্টি দিয়ে কখনোই বলতে পারেনা যে ভোরের স্বপ্ন সত্যি হবে কিন্তু অনেকেই বিশ্বাস করে যে ভোরের স্বপ্ন আসলেই সত্যি হয়ে যায়। কিন্তু আসলে এখানে সেই ভোরের কথা বলা হয়নি যে ভোরকে আমরা চিনি। এখানে ভোর বলতে তিনটে চারটে পাঁচটা কথা বলা হয়নি এখানে ভোর বলতে বোঝানো হয়েছে যে আপনি আপনার জীবনে স্পিরিচুয়ালিটি কে কতটা বুঝতে পেরেছেন। আপনার আত্মা স্পিরিচুয়ালিটির কতটা কাছাকাছি গিয়েছে আপনি যত বেশি আপনার চুলকে বুঝতে পারবেন, আপনি যত বেশি বিচু ওয়াল্ড এর কাছাকাছি যেতে পারবেন ততটাই আপনার ভোর আপনার জন্য কাছাকাছি হবে।
যে ব্যক্তি তার এই পাওয়ার বৃদ্ধি করে তার শোল কে বুঝতে সক্ষম হয় তার দেখা বেশিরভাগ স্বপ্ন সত্যি হতে থাকে ,আবার আপনি এটাও বলতে পারেন যে সেই ব্যক্তিকে এই প্রকৃতি সেই সব স্বপ্নই দেখায় যে স্বপ্ন তার জন্য ভালো। প্রকৃতি তাকে সব ধরনের খারাপ স্বপ্ন থেকে দূরে রাখে, সে জন্যই বলা হয় যে সকাল বা ভোরের স্বপ্ন সত্যি হয়। কিন্তু সেটা কোন ভোর এবার আপনি হয়তো বুঝতে পেরেছেন।
কিন্তু স্বপ্ন যদি ভাল হয় তাহলে তো ঠিকই আছে। কিন্তু যদি আমরা খারাপ স্বপ্ন দেখি তাহলে কি করবো?
মনে করুন আপনি রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখলেন, এবার আপনি এমন কি করবেন যাতে সেই স্বপ্ন কখনো সত্যি না হয়? প্রাচীন কাল থেকেই এমন অনেক কিছু আছে যেগুলোকে করা হয় খারাপ স্বপ্ন দেখলে তার মধ্যে অন্যতম একটা উপায় হলো আপনি যদি কোনদিন খারাপ স্বপ্ন দেখেন তাহলে সেটা একজন মানুষকে বলে দিন। এমন বিশ্বাস করা হয় যে খারাপ স্বপ্নের কথা কাউকে বলে দিলে সেই স্বপ্ন আর কখনো সত্যি হয় না। তবে লক্ষ রাখবেন আপনি কিন্তু শুধুমাত্র একজন কিংবা দুইজন কেই স্বপ্নের কথা বলবেন ভুল করেও আবার সবাইকে বলে বেড়াবেন না সেই স্বপ্নের কথা।
কিন্তু আপনি যদি আপনার খারাপ স্বপ্নের কথা কাউকে না বলতে চান তাহলে আপনি যেদিন রাত্রে খারাপ স্বপ্ন দেখবেন তার পরের দিন সকালে আপনি একটা খাতায় সাদা কাগজে লিখুন আমি চাইনা এই স্বপ্ন সত্যি হোক। আর এটা লিখে সেই কাগজ থেকে ছিড়ে ফেলুন এবং আবার লিখে আবার ছিড়ে ফেলুন। ততক্ষণ পর্যন্ত লিখুন আর ততক্ষণ পর্যন্ত ছিড়ে ফেলুন যতক্ষণ পর্যন্ত না আপনার এটা মনে প্রাণে বিশ্বাস হয়ে যাচ্ছে যে এই স্বপ্ন সত্যি হবে না।
আরো দেখুন: