সামাজিক কার্যক্রম কিঃ সামাজিক কার্যক্রম বলতে বোঝায়, লক্ষ্যে পৌঁছানোর জন্য সুসংগঠিত প্রচেষ্টা। কাজেই, সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। জনগণের মাঝে সচেতনতা আনয়ন করে ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে বাঞ্ছিত পরিবর্তন সাধনের জন্য সামাজিক নীতি, আইন ও প্রশাসনকে প্রভাবিত করে থাকেন। সমাজকর্ম পেশার জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের দ্বারা পরিচালিত কার্যক্রম থেকে সামাজিক কার্যক্রম প্রত্যয়টি ব্যবহৃত হয়ে থাকে। আরও দেখুনঃ সেলস এন্ড মার্কেটিং জব ইন্টারভিউ | ইন্টারভিউর প্রশ্নের উত্তর কীভাবে দেবেন
সামাজিক কার্যক্রম কি?
সমাজে বিদ্যমান যেসব রীতিনীতি, কুসংস্কার,প্রথা, পদ্ধতি আইন সমাজকল্যাণের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করে সেসবের দূরীকরণ, পরিবর্তন, সংশোধন বা নতুন আইন প্রবর্তনের জন্য সমাজকর্মী পরিকল্পিত ও সংগঠিত উপায়ে যে ব্যাপক গণচেতনা সৃষ্টি ও দলীয় প্রচেষ্টা গড়ে তোলেন তাকে সামাজিক কার্যক্রম বলা হয়। আরও দেখুনঃ সেলস এন্ড মার্কেটিং কি | সেলস এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য
বিভিন্ন সমাজবিজ্ঞানী ও সংস্থা সামাজিক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান কড়েছেন। নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলোঃ
জাতিসংঘ বলেছেন,” সামাজিক কার্যক্রম হচ্ছে এমন এক সুসংগঠিত কার্যপ্রণালী যার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ও তাদের সামাজিক পরিবেশের মাঝে পারস্পরিক সামঞ্জস্য বিধানের সহায়তা করা।”
ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার বলেন, “সামাজিক কার্যক্রম হচ্ছে সামাজিক আইন ও সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক অগ্রগতি অর্জন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা।”
আর্থার ডানহাম বলেছেন, “Social activity is a concerted effort to bring about the desired change in society or to prevent unwanted change.” অর্থাৎ, সামাজিক কার্যক্রম হচ্ছে এমন একটি সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজের বাঞ্ছিত পরিবর্তন আনা অথবা অবাঞ্ছিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। আরও দেখুনঃ কাস ফুল (Kash ful) | শরতের কাশ ফুল | কাশ ফুল
কেনেথ প্রে (Keneth Pray) বলেন,”সামাজিক কার্যক্রম হচ্ছে মৌলিক সামাজিক অবস্থা ও নীতি কে সরাসরি প্রভাবিত করার এমন এক সুপরিকল্পিত ও ও বিবেকবান প্রচেষ্টা যার ফলে সামাজিক সামঞ্জস্যের সমস্যা এবং সামঞ্জস্যহীনতা দেখা দেয় যেগুলো মোকাবিলা করার জন্য সমাজকর্মী হিসেবে আমাদের কার্যক্রম নিবেদিত”।(social action is the systematic, conscientious effort directly to influence the basic social conditions and policies out of which arise the problem of social adjustment and maladjustment to which our service as social workers are addressed.)
উপরিউক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা সুস্পষ্ট ধারণা করতে পারি যে, সামাজিক কার্যক্রম হচ্ছে সুসংগঠিত দলীয় প্রচেষ্টার মাধ্যমে সামাজিক প্রশাসন, সামাজিক আইন, সামাজিক নীতি প্রভৃতিতে পরিবর্তন ও সংশোধন আনয়ন করে সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে জনগণকে সহায়তা করা।