গরুর ছবি অনলাইনে খোঁজাখুঁজি করি আমরা অনেকেই। কিন্তু সমস্যা হল ভালো কোন উৎস থেকে গরুর ছবি খুঁজে ডাউনলোড করা আমাদের জন্য মুশকিল হয়ে পড়ে। সেই ব্যাপারটা মাথায় রেখে আজকে আমরা আপনাদের জন্য গরুর ছবি ডাউনলোড করার জন্য এই লেখাটি নিয়ে এসেছি। আরও দেখুঃ মেয়েদের ছবি
গরুর ছবি কিভাবে ডাউনলোড করবেন?
আমরা আমাদের এই লেখায় প্রচুর পরিমাণে গরুর ছবি যোগ করেছি যা আপনার জন্য যথেষ্ট। তবে মাথায় রাখতে হবে যে এই গরুর ছবিগুলো কিন্তু আপনি সবসময় বাস্তব গুরুর ছবির সাথে তুলনা করতে পারবেন না। ছবি ডাউনলোড করতে প্রথমে যে কোন একটি ছবির উপরে চেপে ধরে রাখুন তারপর সেখান থেকে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনে চাপ দিলেই গরুর ছবি ডাউনলোড হয়ে যাবে। আরও দেখুনঃ আল্লাহ পিকচার
কতগুলো ছবি ডাউনলোড করতে পারবেন
এই পেজে থাকা অবস্থায় আপনার যত ইচ্ছা ততগুলো গরুর ছবি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনার অবশ্যই যথেষ্ট পরিমাণে ইন্টারনেট ব্যালেন্স থাকতে হবে অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। আপনি চাইলে এক ক্লিকে সবগুলো গরুর ছবি ডাউনলোড করতে পারবেন। তবে সেজন্য আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে। আরও দেখুনঃ আল্লাহর নামের ছবি ডাউনলোড
এক ক্লিকে কিভাবে গরুর ছবি ডাউনলোড করবেন
এক ক্লিকের মাধ্যমে এই পাতায় থাকা সকল গরুর ছবি ডাউনলোড করতে হলে আপনাকে এক্সটেনশন ব্যবহার করতে হবে। ইন্টারনেটে অনেক এক্সটেনশন পাওয়া যায় যেগুলো আপনার ব্রাউজারে এড করে নিয়ে এক ক্লিকের মাধ্যমে এই পাতায় থাকা সকল ছবি আপনি ডাউনলোড করতে পারবেন মুহূর্তের মধ্যেই। আরও দেখুনঃ ছেলে ও মেয়েদের হাত কাটা রক্তের ছবি ও পিকচার
এই ছবিগুলো কি কাজে ব্যবহার করতে পারবেন
প্রথমে বলে রাখা ভালো যে এ সকল ছবিগুলো আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন তবে কপিরাইটের সমস্যা আসতে পারে। সুতরাং যদি আপনি এই ছবিগুলো কোথাও ব্যবহার করতে চান তবে অবশ্যই সেখানে আমাদের ওয়েবসাইটের লিংক রেফারেন্স হিসেবে দিয়ে দেবেন। এতে করে আপনার কপিরাইট এর ক্লেইম খাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
সত্যিকারের গরুর ছবি কোথায় পাবেন
আসলে এখানে যে ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো সত্যিকারের গরুর ছবি। তবে আপনি যদি একেবারে নিজের হাতে সত্যিকারের গুরুর ছবি পেতে চান সে ক্ষেত্রে ক্যামেরা নিয়ে গিয়ে যে কোন গোয়াল ঘরে অথবা গরুর সামনে গিয়ে ছবি তুলে নিতে হবে। এছাড়া গরুর একেবারে সত্যিকারের ছবি পাওয়া মুশকিল। আপনি যদি মনে করেন যে এই কাজটি আপনি পারবেন না তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সত্যিকারের গরুর ছবি তুলে দেবো।
আমি কেন এত কথা বলছি
এতক্ষণ আপনাদের সাথে এত কিছু আমি এ কারণে শেয়ার করলাম যাতে আমাদের এই ওয়েবসাইট থেকে সকল প্রকার তথ্য নিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার সম্পর্কে একটা সঠিক ধারনা দিতে পারি। সুতরাং বুঝতেই পারছেন যে এতক্ষণ কেন আপনাদের সাথে এত কথা বললাম।
আশা করি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দ মতো বড় গরুর ছবি, লাল গরুর ছবি, কোরবানির গরুর ছবি, গরুর ছবি আঁকা, গরুর ছবি ডাউনলোড, ফ্রিজিয়ান গরুর ছবি, গাই গরুর ছবি, গরুর ছবি দেখান, গরুর ছবি দেখাও, গরুর ছবি আঁকা দেখাও, ষাঁড় গরুর ছবি, গরুর বাচ্চার ছবি, সুন্দর গরুর ছবি, cow pic bangladesh, পৃথিবীর সবচেয়ে বড় গরুর ছবি, গরুর খামারের ছবি, গাভী গরুর ছবি, ছোট গরুর ছবি, বড় গরুর ছবি খুজে পেয়েছেন।
ইসলামে পশুর প্রতি ভালোবাসা
হজরত আবু হুরায়রা (রা.)-এর সূত্রে এক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে দয়া করে না, সে দয়া পায় না।’ –সহিহ মসুলিম: ২৩১৮
হাদিসে আরও ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একটি পিঁপড়া নবীকুলের কোনো এক নবীকে কামড় দিলে ওই নবী পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন। ফলে তা জ্বালিয়ে দেওয়া হলো। তখন আল্লাহতায়ালা এ মর্মে অহি পাঠালেন যে, একটি মাত্র পিঁপড়া তোমাকে কামড় দিলো, তাতে কি-না তুমি উম্মত ও সৃষ্টিকুলের এমন একটি সৃষ্টি দলকে জ্বালিয়ে দিলে যারা তাসবিহ পাঠ করছিল? –সহিহ মুসলিম: ৫৬৫৪
বর্ণিত হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, অযথা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিৎ নয়।
আরও দেখুনঃ সকল ছবি সংগ্রহ
আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক যৌনকর্মী প্রচণ্ড গরমে হেঁটে যাচ্ছিল। পথে একটি কুকুরকে দেখতে পেল- পিপাসায় কাতর হয়ে কূপের কাছে চক্কর দিচ্ছে। পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে। তখন সে তার চামড়ার মোজা দিয়ে কূপ থেকে কুকুরের জন্য পানি তুলে আনল এবং কুকুরকে পান করালো। ফলে আল্লাহতায়ালা তাকে মাফ করে দিলেন। -সহিহ মুসলিম: ৫৬৬৫
অবৈধ যৌনকর্ম নিকৃষ্টতম পাপ। কিন্তু একটি অসহায় প্রাণীর প্রতি সে দয়াপ্রবণ হয়েছে, তাই আল্লাহতায়ালা তার ওপর দয়াপরবশ হয়ে ক্ষমা করে দিয়েছেন।
হজরত আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, এক স্ত্রীলোককে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। কারণ সে বিড়ালটিকে বেঁধে রাখতো। নিজেও পানাহার করাতো না। আবার ছেড়েও দিতো না, যাতে সে জমিনের পোঁকা-মাকড় খেতে পারে। অবশেষে বিড়ালটি মারা গেল। -সহিহ মুসলিম: ৫৬৫৭
কী অবাক কথা! একজন অসতী নারী জীবের সেবা করে জান্নাত পেলো, আর একজন সতী নারী জীবে কষ্ট দিয়ে শাস্তিযোগ্য হলো।
হজরত কাতাদা (রা.) বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ (সা.) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। -সুনানে আবু দাউদ: ২৯
কারণ, গর্তে বিভিন্ন প্রজাতির পোঁকা-মাকড় বসবাস করে। পেশাব করলে তাদের বসতস্থান নষ্ট হবে, কষ্ট হবে। তাই হজরত রাসূলুল্লাহ (সা.) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন।
আরবদের কাছে নানা রকম উট ও গাধা থাকত। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর কাছেও সদকার উট আসতো। এগুলোকে চিহ্নিত করার জন্য আরবরা লোহা গরম করে প্রাণীর মুখে দাগ লাগাতো। এতে পশুগুলোর কষ্ট হতো। তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা গাধা কিংবা উটের মুখে দাগ লাগিও না। যদি লাগাতেই হয়, তবে নিতম্বের ওপর দাগ লাগাও। -সহিহ মুসলিম: ৫৩৭০
এটাও পশুর ওপর দরদের প্রমাণ বহন করে।
প্রসিদ্ধ সাহাবি হজরত আবু হুরায়রা (রা.)-এর আসল নাম হলো- আবদুর রহমান ইবনে সখর। কিন্তু তিনি বিড়ালের বাচ্চা সঙ্গে রাখতেন। তাই তার নাম আবু হুরায়রা (বিড়ালের পিতা) হয়ে গেছে। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন করতেন।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ৫টি প্রাণীর নামে সূরার নামকরণ করেছন। আবার ‘আনআম’ পশুসম্পদ নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। এ সব কিছুই পশু-পাখির প্রতি ভালোবাসার নিদর্শন।
পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু-পাখি রয়েছে। জলে-স্থলে কিংবা উভচরে তারা বসবাস করে। এগুলোর সবই পরিবেশ বান্ধব। পরিবেশের ভারসাম্য রাখতে এসব পশু-পাখির বিকল্প নেই।
পশু-পাখির প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা। তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। অনুগ্রহপ্রাপ্তির সোপান। সুতরাং আমরা কখনও নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দেবো না। অনেকেই খাঁচায় বিভিন্ন প্রকারের পাখি কিংবা পশু পালন করেন। এটা জায়েজ আছে। কিন্তু শর্ত হলো, তাদের যথাযথ পরিচর্যা করতে হবে, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এটা ইসলামে নিষেধ।
ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম যখন রাষ্ট্রপ্রতি ভবনে প্রবেশ করলেন, দেখলেন ভবনের চারপাশের বেষ্টনির ওপর কাঁচে টুকরা দেওয়া। তিনি সেগুলো অপসারণ করেছিলেন। কারণ, ভাঙা কাঁচের ওপর পাখি বসতে পারে না। পৃথিবীতে পাখি প্রেমের এমন অনেক দৃষ্টান্ত আছে। আবার এর বিপরীতও আছে।
শেষ কথাঃ
আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাপারে লেখালেখি করে থাকি। তবে আমাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত কোন তথ্য কিংবা ছবি নিয়ে কোন দুর্ঘটনা অথবা কোন অনৈতিক কাজে ব্যবহার করলে সেই দায়-দায়িত্ব কিন্তু আমাদের নয়। সে ব্যাপারে ব্যবহারকারীরা সম্পূর্ণ দায়ী থাকবে। এখানে আমরা তথ্যগুলো দিয়েছি শুধুমাত্র ব্যবহারকারীদের সহযোগিতা করার উদ্দেশ্যে। এখানে গরুর ছবিসহ সকল প্রকার ছবি স্ট্যাটাস ডিজাইন ক্যাপশন ভালোবাসার এস এম এস ছন্দ গান ইত্যাদি আপনি পেয়ে থাকবেন। সহজেই খুঁজে পেতে আমাদের এই পেজটি শেয়ার করে রাখতে পারেন। যদি কোন কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।