ট্রেনে চড়ে ভ্রমণ করার মজাই যেন আলাদা। কারণ ট্রেনে চেপে কোথাও ভ্রমণ করলে প্রথমত থাকেনা কোন ঝামেলা দ্বিতীয়ত প্রকৃতিকে আরো অনেক কাছ থেকে দেখা যায়। আর তারই ধারাবাহিকতাই আজকে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আশুগঞ্জ টু বিমান বন্দর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা | তাহলে আর দেরি কেন চলুন দেখে আসি এই ট্রেন সিডিউলটি।

তো প্রথমেই দেখে নিই আশুগঞ্জ টু বিমান বন্দর ট্রেনের সময়সূচী।

আপনার এই আশুগঞ্জ টু বিমান বন্দর পথের সঙ্গী হতে পারে মোট তিনটি ট্রেন ১.মহানগর এক্সপ্রেস ২.উপকূল এক্সপ্রেস ৩.জয়ন্তিকা এক্সপ্রেস এই তিনটি ট্রেন চলুন এবার এই ট্রেনগুলোর সময়সূচি জেনে নেওয়া যাক নিচে টেবিল থেকে।

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
মহানগর এক্সপ্রেস(৭২১)রবিবার১৭:০১১৮:৩২
উপকূল এক্সপ্রেস (৭১১)বুধবার০৯:৪৮১১:০৭
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)বৃহস্পতিবার১৬:৩৮১৭:৫৩

এবার চলুন দেখে নিই (আশুগঞ্জ টু বিমান বন্দর) বিভিন্ন ক্যাটাগরির টিকিটের প্রাইজ।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভান চেয়ার১৩০
শোভান১১০
এসি সিট২৯৪
স্নিগ্ধা২৪৮
এসি বার্থ৪৪৩
প্রথম বার্থ২৫৫
প্রথম সিট১৭০

আপনার এইরুটে যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক , সেই প্রত্যাশা নিয়েই আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ট্রেনের সিডিউল নিয়ে! ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News