সবাই ভালো আছেন নিশ্চয়ই, আর আপনি যদি আলমডাঙ্গা টু দর্শনা ট্রেনের জাতি হয়ে থাকেন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে এটা গ্যারান্টি। কারণ এই পোস্টে আপনি খুব সহজেই জানতে পারবেন আলমডাঙ্গা টু নওয়াপাড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা।

আমরা প্রথমেই শুরু করতে চাই আলমডাঙ্গা থেকে নওয়াপাড়া কোন ট্রেন গুলো যাই এবং কোন কোন সময় যাই সেগুলির তালিকা দিয়ে।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সাগরদারি এক্সপ্রেস (৭৬২)সোমবার০৮:৫৬১১:২৬
রুপসা এক্সপ্রেস (৭২৮)বৃহস্পতিবার১৫:১৪১৭:৪৯
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)বুধবার১৪:২০১৬:৫১
কাপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)মঙ্গলবার১৬:৪৩১৯:১৮
সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)সোমবার০১:০৬০৩:২৩
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)সোমবার০০:৩৫০২:৫২

আমরা উপরে টেবিল দেখেই বুঝতে পারলাম যে এই রুটে অনেক গুলো ট্রেন ই চলাচল করে তাহলে চলুন এবার জেনে নিই আলমডাঙ্গা টু নওয়াপাড়া যেতে কত টাকা ভাড়া লাগবে মানে ট্রেন টিকিট এর দাম কেমন। ট্রেনের টিকিটের আপডেটেড প্রাইজ নিচে টেবিল করে দেওয়া হলো।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভন১৪৫
শোভন চেয়ার১৭০
প্রথম সিট২২৫
স্নিগ্ধা২৮৫
এসি সিট৩৪০

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আলমডাঙ্গা টু নওয়াপাড়া ট্রেন সিডিউল। তো যারা এ পথের যাত্রী আশা করছি তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে পোস্টটি। যদি ভালো লেগেই থাকে তাহলে শেয়ার করে দিন।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News