আপনারা যারা দীর্ঘদিন ধরেই ভাবছেন আলমডাঙ্গা থেকে পার্বতীপুর  ট্রেনে করে বেড়াতে যাবেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আলমডাঙ্গা থেকে পার্বতীপুর কোন ট্রেনটি যায় তার বিস্তারিত।

তো প্রথমেই বলি আলমডাঙ্গা থেকে পার্বতীপুর শুধুমাত্র একটি ট্রেন যায় আর তার নাম হচ্ছে (রুপসা এক্সপ্রেস) মূলত এই ট্রেনটি পার্বতীপুর লাইনে বেশি যাতায়াত করে।

এখন চলুন নিচে থেকে দেখে নেওয়া যাক এই ট্রেন কখন যাই, মানে ট্রেনের সমস্ত সময়সূচী গুলি।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
রুপসা এক্সপ্রেস (৭২৭)বৃহস্পতিবার১০:০৫১৬:০০

আশা করছি উপরের টেবিল থেকে আপনার প্রয়োজনীয় ট্রেনের সময়সূচির তথ্য পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। 

এবার চলুন দেখে নিন টিকিট প্রাইজ সম্পর্কে আর সেটির ও নিচে আরেকটি টেবিল তৈরি করে দিলাম।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভান চেয়ার২৯০
স্নিগ্ধা৪৮০
এসি সিট৩৮৫
শোভান২৪০
এসি বার্থ৮৬০
প্রথম বার্থ৫৭৫

এখানেই আজকের পোস্টটি শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News