বর্গ কাকে বলে

বর্গ কাকে বলে?

[et_pb_section admin_label=”section”] [et_pb_row admin_label=”row”] [et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]

আমরা অনেকেই জানতে চাই বর্গ কাকে বলে? আজ আমরা বর্গ কি বা কাকে বলে সে সম্পর্কে জানব।

আরওঃ সাধারণ জ্ঞান

বর্গ কাকে বলে?

বর্গঃ যে চতুর্ভুজের চারটি বাহু ই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণী তাকে বর্গক্ষেত্র বলা হয়। অন্যভাবেও আমরা বলতে পারি যেমন আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে।

আরওঃ চতুর্ভুজ কাকে বলে? কত প্রকার, কি কি ও বৈশিষ্ট্য

বর্গের বৈশিষ্ট্যঃ

*বর্গের সবগুলো বাহু সমান

*বর্গের প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রী অথবা বর্গক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ

*বর্গের কর্ণগুলো পরস্পর সমান হয়

*বর্গের কর্ণদ্বয়গুলো পরস্পরকে সমকোণ সমাধিক খন্ডিত করে

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল=(এক বাহুর দৈর্ঘ্য) 2

বর্গক্ষেত্রের পরিসীমা:

বর্গক্ষেত্রের পরিসীমা=(4*এক বাহুর দৈর্ঘ্য)

বর্গক্ষেত্রের কর্ন=√2a

আরওঃ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?

বর্গক্ষেত্র থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন:

১।আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদয় সমান হলে তাকে কি বলে?

*বর্গক্ষেত্র

২।একটি বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য a হলে এর ক্ষেত্রফল কত হবে।

*বর্গমিটার

৩। একটি বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল এক হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার হবে।

*৪০০ মিটার 

[/et_pb_text][/et_pb_column] [/et_pb_row] [/et_pb_section]
Google News

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *