কুমারখালী টু মিরপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

যে কোনো স্থানে ট্রেন ভ্রমনের আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বাহির হতে হয়। আপনার প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি আপনার ভ্রমণ পথের ট্রেন সম্পর্কে অবগত না থাকেন। তাই আমরা আজ এই আর্টিকেলটি লেখেছি কুমারখালী থেকে মিরপুর পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে। আশাকরি এই আর্টিকেল এই পথে যাতায়াতকারীদের বিড়াম্বনা কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।

কুমারখালী টু মিরপুর ট্রেনের পরিচিতি ও সময়সূচি

কুমারখালী থেকে মিরপুর অভিমূখে একটি মাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। মধুমতি এক্সপ্রেস নামক এক্সপ্রেস ট্রেনটির সাহায্যে আপনি খুব আরামদায়ক ভাবে এই পথে ভ্রমণ করতে পারবেন। নিচে এই ট্রেনের সময়সূচী ও ছুটির তালিকা দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
মধুমতি এক্সপ্রেস(৭৫৫)১৬ঃ৪২১৮ঃ০১বৃহস্পতিবার

কুমারখালী টু মিরপুর ট্রেনের ভাড়ার তালিকা

কুমারখালী থেকে মিরপুর পর্যন্ত আসন ভিত্তিতে টিকিটের মূল্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। নিচে এই পথের ট্রেনের টিকিটের মূল্য ছক আকারে দেখানো হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন৪৫
শোভন চেয়ার ৫০
১ম শ্রেণি ৯০

ট্রেন ভ্রমণ তখনি আরামদায়ক হবে যখন আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে ভ্রমনের উদ্দেশ্যে রওনা হবেন। আপনারা বাংলাদেশ রেলওয়ের নিদিষ্ট নিয়ম কানুন মেনে ট্রেন ভ্রমণ করবেন ও সচেতন থাকবেন এটাই আমাদের কাম্য।সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News