হ্যালো পাঠক,

আজকে আমরা জানবো যুক্তফ্রন্ট কি এবং যুক্তফ্রন্ট কবে গঠিত হয়েছিল। তো চলুন শুরু করি।

যুক্তফ্রন্ট কি? 

১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম ও গণতন্ত্রের চারটি দল নিয়ে গঠিত হয়েছিল নতুন একটি রাজনৈতিক দল যুক্তফ্রন্ট।

গঠনের কারণ?

১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত পূর্ববাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা জন্য গঠিত হয়েছিল বিরোধী রাজনৈতিক দল যুক্তফ্রন্ট। মূলত পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ কে পরাজিত করার লক্ষ্যে গঠিত হয় যুক্তফ্রন্ট।

প্রতীক…)

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগে হারিকেন, যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

যুক্তফ্রন্ট গঠনের পটভূমি…)

পাকিস্তানের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক বৈষম্য সরকারে বাঙ্গালীদের অংশগ্রহণের সুযোগ এর স্বল্পতা এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী করতে বাঙ্গালীদের রাজনৈতিক ও সামাজিকভাবে অবদমন ইত্যাদি পূর্ববাংলায় রাজনৈতিক অসন্তোষের তীব্রতর করে। এর ফলস্বরূপ যুক্তফ্রন্ট গঠিত হয়। সত্যিকার অর্থে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাঙ্গালীদের অংশগ্রহণ প্রত্যাখ্যাত হওয়ার কারণে পূর্ববাংলার আঞ্চলিকতাবাদের রাজনীতির উদ্ভব ঘটে। ফলে পূর্ব বাংলার রাজনৈতিক শক্তি পশ্চিম পাকিস্তান ভিত্তিক কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলন সংগঠিত করে।

যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার…)

যুক্তফ্রন্টের ২১ দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে ওই ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গ কে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা সহ ইত্যাদি হয়েছিল।

নির্বাচনী ফলাফল…)

১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ৩০৯ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসনে জয় লাভ করে, পক্ষান্তরে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯ টি আসন লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় কে ব্যালট বিপ্লব নামে আখ্যায়িত করা হয়।

মুসলিম লীগের পরাজয়ের কারণ…?

তাদের পরাজয় এর অন্যতম কারণ ছিল তাদের দূঃশাসন , দ্রব্যমূল্যের ,ঊর্ধ্বগতি ,শোষণ, দুর্নীতি, ২ পাকিস্তানের বৈষম্য ইত্যাদি।

যুক্তফ্রন্ট সরকার গঠন…)

১৯৫৪ সালের ৩ এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একে ফজলুল হক। পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় ১৫ মে! এ সময় শেখ মুজিবুর রহমানকে কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়।

যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র..)

পাকিস্তান সরকার কখনোই পূর্ববাংলার যুক্তফ্রন্ট সরকার কে মনেপ্রাণে গ্রহণ করতে পারেননি, তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। অবশেষে আদমজী পাটকল কর্ণফুলী কাগজ এর ফলে বাঙালি-অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে, পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ শে মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। অর্থাৎ মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট সরকার।

কেন্দ্রের শাসন জারি…)

এরপর, গোলাম মোহাম্মদ শাসনতন্ত্রের ৯২ (ক) এর ধারা জারির মাধ্যমে পূর্ব বাংলার গভর্নর এর শাসন অর্থাৎ কেন্দ্রের শাসন প্রবর্তন করেন। এছাড়া মুখ্যমন্ত্রী একে ফজলুল হকের গৃহবন্দি , এবং শেখ মুজিবুর রহমানসহ ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার প্রতি পাকিস্তান শাসকগোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়। এবং পূর্ববাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয়। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

আরো দেখুন:

Google News