বন্ধুরা আপনারা যারা আদিতমারী থেকে ট্রেনে চেপে বগুড়া যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর। কারণ এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব আদিতমারী টু বগুড়া ট্রেনের সময়সূচী ও সিডিউলের ব্যাপারটি। যেটা অনেকেরই উপকারে আসবে আশা করছি।

তো এই রোডে যে ট্রেনটি চলে অর্থাৎ আদিত্য মারি থেকে বগুড়া যে ট্রেনটি চলে তার নাম হচ্ছে (করতোয়া এক্সপ্রেস) আর এই করতোয়া এক্সপ্রেস এ ট্রেন কোড হচ্ছে: (৭১৪)

অফ ডে:)

এই ট্রেনটি মূলত সপ্তাহে সাত দিনই চলাচল করে , কোনদিনই বন্ধ থাকে না)

Departure Time:)

এই ট্রেনটি ডিপারচার টাইম ১৭:৩৮ মিনিট অর্থাৎ আদিতমারী স্টেশন ছেড়ে আসার সময় ১৭:৩৮ মিনিট। তার মানে যেটা দাঁড়াই বিকাল ৫:৩৮ মিনিট এ ট্রেনটি আদিতমারী ছেড়ে আসে।

Arrival:

ট্রেনটি মূলত বগুড়া স্টেশনে গিয়ে পৌঁছাই ২১:২১ মিনিটে অর্থাৎ রাত ৯ টা বেজে ২১ মিনিট নাগাদ ট্রেনটি (বগুড়া) স্টেশনে এসে পৌঁছে যাই।

Train Name:Off Day:Departure:Arrival:
Korotoa Express (714)No17:3821:21

আশা করছি এই আর্টিকেলের মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারলেন (আদিতমারী টু বগুড়া ট্রেন কখন যাতায়াত করে। যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন , আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News