২৬ শে মার্চ কি দিবস: ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। আমাদের সকলেরই জানা ১৯৪৭ সালের আগস্ট মাসের দিকে ২০০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিয়েছিল ব্রিটিশরা। আর সেই ব্রিটিশদের সুদীর্ঘ শোষণের ইতিহাস শেষ হয়েও যেন রয়ে গিয়েছিল বাংলার মাটিতে। আর সেই স্বাধীনতা নাটকের শেষ অংকের সূচনা ঘটেছিল ১৯৭১ সালের ২৬ শে মার্চের বিজয়ের মধ্য দিয়ে।
২৬ শে মার্চ আমাদের বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। এমন একটি দিন যেটা পাওয়ার জন্য অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে। ২৬ শে মার্চ কি দিবস, ২৬ শে মার্চ ২০২৩ কততম স্বাধীনতা দিবস এবং এ সংক্রান্ত আরো প্রশ্ন ও তার সমাধান জানতে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে আমাদের আজকের আর্টিকেলে স্বাগতম জানাচ্ছি। তাই যে বা যারা ২৬ শে মার্চ সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে অধিক বেশি আগ্রহে তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। তাহলে আসুন মূল আলোচনা পর্ব শুরু করি।
২৬ শে মার্চ কি দিবস
২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। পরবর্তীতে ২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে বাংলার জনগণ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে এবং পরবর্তীতে চূড়ান্ত বিজয় হিসেবে অর্জন করে আজকের ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস।
সুতরাং ২৬ শে মার্চ হচ্ছে সাহসী ও কালজয়ী বাঙালির স্বাধীনতা দিবস। যে দিনটি প্রতিবছর গভীর শ্রদ্ধা ও ভাব গম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়। ২৬ শে মার্চ বাঙালি জাতির ঐতিহ্য ও গর্বিত এক অতীত ইতিহাস, যা সর্বদা বাঙালির সাহসিকতার পরিচয় বহন করে।
২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস | ২৬ শে মার্চ কে কেন স্বাধীনতা দিবস বলা হয়ে থাকে?
২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস এই দিনটি কেন ইতিহাসের পাতায় একটি বিশেষ দিন হিসেবে পরিচিত, এসব নিয়ে নতুন শিশু অথবা তরুন সমাজের মধ্যে নানা ধরনের মন্তব্য ও বিভ্রান্তি দেখা যায়। আমরা স্বাধীন জাতি, আমরা বাঙালি জাতি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা ২৬ শে মার্চ কি দিবস এই সম্পর্কে অবগত নন। আর লজ্জা এবং দুঃখজনক বিষয় হচ্ছে ২৬ শে মার্চ কে অনেকেই ১৬ই ডিসেম্বরের সাথে গুলিয়ে ফেলেন।
তাইতো 26 শে মার্চ কি দিবস, ২৬ শে মার্চ কে কেন স্বাধীনতা দিবস বলা হয়, ২৬ শে মার্চ ২০২৩ কত তম স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ ২০১১ সালে কি হয়েছিল আমাদের এই বাংলাদেশে? এ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান অনেকেই। তাই আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে সে সকল প্রশ্নের সঠিক উত্তর খুবই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অবগত করব। আপনি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লেই এ বিষয়ে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। তবে চলুন ধাপে ধাপে কয়েকটি পয়েন্টের মাধ্যমে জেনে নেই, ছাব্বিশে মার্চ কেন স্বাধীনতা দিবস এবং এই দিনে কি কি হয়েছিল, কেন ইতিহাসের পাতায় এই দিনটি আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবনের জন্য।
স্বাধীনতা দিবসের ইতিহাস
বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি। তবে পড়বে এই জাতি এই দেশ স্বাধীন ছিল না, ছিল পরাধীন। আর তাইতো বহু ত্যাগ তিতিক্ষা ও রক্ত ক্ষয়ে যুদ্ধের পরবর্তীতে মিলেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ইতিহাস থেকে জানা যায় 1947 সালের ধর্মের ভিত্তিতে জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামের দুটি রাষ্ট্র। আর ভারতের পশ্চিমে অবস্থিত পশ্চিম পাকিস্তান ও পূর্ব দিকে অবস্থিত পূর্ব পাকিস্তান এই দুইটি রাষ্ট্রের মধ্যে বইটি তার হওয়া দেখা গিয়েছিল।
শক্তিশালী পশ্চিম পাকিস্তান ভাষা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যের আচরণ সৃষ্টি করে আর এর ফল শ্রুতিতে পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং পরবর্তীতে তা স্বাধীনতা দিবসে রূপান্তরিত হয়। পশ্চিম পাকিস্তান যখন তাদের মতামত এবং তাদের চাওয়া পাওয়া গুলো পূর্ব পাকিস্তানের ওপর জোর ভাবে চাপিয়ে দেয় তখন পূর্ব পাকিস্তানের জনগণ তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়ান। আর তাদের সেই দলের প্রধান ছিলেন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমান।
মার্চ মাসের কাল রাত্রি সম্পর্কে আমরা সবাই অবগত। যে সময় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানী হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং নিরস্ত্র বাঙ্গালীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করে। তবুও হার মেনে না নিয়ে যুদ্ধে ও নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যতে অটল থেকে যায় বাঙালি জাতি। আর পরবর্তীতে 26 শে মার্চে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালীদের কাছে আত্মসমর্পণ করে এবং ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়।
২৬ শে মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে কবে স্বীকৃতি প্রদান করা হয়?
২৬ শে মার্চ কি দিবস এ সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে ২৬ শে মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে কবে প্রথম ঘোষণা করা হয় তার সম্পর্কে আমরা অনেকেই জানিনা এবং কি জানলেও বারবার ভুলে যায়। মূলত তাদের প্রশ্নের উত্তরে বলছি, ১৯৭২ সালের ২২শে জানুয়ারি প্রকাশিত এক বিশেষ প্রজ্ঞাপনে ২৬ শে মার্চ কে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা দেওয়া হয় এবং সরকারিভাবে এই দিনটিকে ছুটি ঘোষণা করা হয়। কেননা এটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। যেদিনে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছিল বাংলার স্বাধীনতা।
২৬ শে মার্চ ২০২৩ সালে কত তম স্বাধীনতা দিবস?
২০২৩ সালে ২৬ শে মার্চ কত তম স্বাধীনতা দিবস এ সম্পর্কে জানার আগ্রহ প্রায় সকলেরই। আপনার নিশ্চয়ই মনে আছে ২০২১ সালে বিরাট আয়োজন করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছিল অর্থাৎ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে পালিত হয়েছিল এই অনুষ্ঠান। তাই স্বাভাবিকভাবে হিসেব করলে এই মুহূর্তে অর্থাৎ ২০২৩ সালে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের ৫২ বছর চলমান রয়েছে। ২৬ শে মার্চ ২০২৩ সালে ৫২ তম স্বাধীনতা দিবস।
পরিশেষে: ২৬ শে মার্চ কি দিবস, এ সম্পর্কিত আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন পেতে এবং সরকারি বেসরকারি যেকোনো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।
আরও দেখুনঃ