আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বপ্নে বিয়ে দেখলে কি হয়? প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলা রহমতে সবাই ভাল আছেন, আজকে আপনাদের জানাবো স্বপ্নে যদি আপনি বিয়ে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্ন কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য? তা নিয়েই আজকে আমাদের পোস্ট। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।
রাসুলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করেছেন- স্বপ্ন তিন প্রকার। ১.”রুইয়ায়ে সালেহা” তথা ভালো স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে- “রুইয়ায়ে শৈয়েতিন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নাম্বার হচ্ছে- “রুইয়ায়ে নাফ্সানি”তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র।
শুরুতেই একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমগণ কোরআন হাদিস গবেষণা করেই এর ব্যাখ্যা গুলো স্থাপন করেছেন।
আমাদের মধ্য যদি কেউ স্বপ্নে কোন নারীকে বিয়ে করতে দেখে নেয় তাহলে সে ধন-সম্পদের মালিক হবে পড়ুন- ( সুবহানাল্লাহ)
যদি কেউ স্বপ্নে নিজের অথবা অন্যের বিয়ে দেখে তাহলে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে। এবং তার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, মোটকথা কেউ যদি বিয়ে স্বপ্নে দেখে তাহলে খারাপ কিছুই হবেনা (ইনশাল্লাহ )
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সর্বশেষ বলতে চাচ্ছি, এই স্বপ্ন গুলো দেখলে একেবারে নিশ্চিত উপরের ঘটনা গুলো হবে তা একশভাগ বলা যাচ্ছে না।
আলেম-ওলামাদের মত অনুসারে কুরআন-সুন্নাহ বিশ্লেষণ করে তার খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।
আরো দেখুন: