খারাপ স্বপ্ন দেখলে করণীয়

খারাপ স্বপ্ন দেখলে করণীয়

একটি হাদীসে বর্ণিত হয়েছে- নবী কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলাল্লাহ আমি স্বপ্নে দেখেছি আমার মাথা কেটে ফেলা হয়েছে। একথা শুনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন আর বললেন ঘুমের মধ্যে শয়তান তোমাদের কারো সাথে যদি দুষ্টুমি করে, তবে তা মানুষের কাছে বলবে না মুসলিম শরীফে এই হাদীসটি বর্ণিত হয়েছে।

স্বপ্ন দেখা মানুষের নিয়মিত একটি বিষয় ঘুমের ভেতর প্রতিরাতে সবাই কমবেশি স্বপ্ন দেখে, কারোর মনে থাকে কেউবা ভুলে জান এসব স্বপ্নের এক একটা এক এক রকম ভালো স্বপ্ন যেমন আমরা দেখে থাকি খারাপ বা দুঃস্বপ্ন ও  আমরা দেখি। কোন সময় এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখি যার কারণে আমাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, ভালো স্বপ্ন তো সুন্দর ভবিষ্যতের লক্ষণ কিন্তু এমন খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনি কি করবেন? আসুন সেই বিষয়ে আজকের পোস্টটিতে

আলোচনা করবো।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম পাঁচটি কাজ করতে বলেছেন তিনি আদেশ করেছেন খারাপ স্বপ্ন দেখলে তোমরা এই পাঁচটি কাজ করবে। আমি প্রথমে একটি হাদিসের কথা বলব তার পরে বিশদ ব্যাখ্যায় যাব বুখারী ও মুসলিম শরীফের একটি হাদীসে বর্ণিত হয়েছে- আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাল সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে , আর দুঃস্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে , যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তার শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে, অন্য কাউকে বলবে না।

আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে ঘুম থেকে জাগার পর পর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে আর কারও কাছে স্বপ্নের কথা বলবে না এমনটি করলে সেই স্বপ্ন কোন ক্ষতি করতে পারে না। তাহলে এই হাদীসটি শুনে আমরা যেটি বুঝতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি কাজ করতে বলেছেন- 

১) দুঃস্বপ্নের ক্ষতি ও অনিষ্ট থেকে আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, এভাবে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।

২) শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং এর জন্য *আউযুবিল্লাহি হিমিনার শাইতোয়ানির রাজীম* পড়তে হবে কারণ খারাপ স্বপ্ন শয়তানের কুপ্রভাবে হয়ে থাকে।

৩) ঘুম ভাঙার পর বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করতে হবে এটা করতে হবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ ও তার চক্রান্ত কে অপমান করার জন্য।

৪) যেদিকে ফিরে দুর স্বপ্ন দেখেছে তা পরিবর্তন করে অন্য দিক ফিরে ঘুমাতে হবে, অবস্থাকে বদলে দেওয়ার ইঙ্গিত স্বরূপ এটি করতে বলা হয়েছে।

৫) খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলা যাবে না, আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে।

তাই আসুন আমরা যখনই খারাপ স্বপ্ন দেখবো তখন এই ৫ টি কাজ অবশ্যই করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই পাঁচটি কাজ করতে বলেছেন! তাহলে আমাদেরকে শয়তান কোন অনিষ্ট ও কুমন্ত্রণা দিতে পারবে না। আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদের কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমীন , সুম্মা আমীন।

আরো দেখুন:

Google News

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *