বন্ধুরা আসুন আজ আমরা জেনে নিবো ভাষা কাকে বলে,ভাষার উপাদান কয়টিও কি কি।
ভাষাঃ প্রাণিজগতের সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষ। শুধু মেধাও জ্ঞানের জন্যই নয় মানুষের শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম মাধ্যম হলো ভাষা।
আমরা আমাদের মনের কথা অন্যের কাছে প্রকাশ করতে চাই এই ভাব প্রকাশ হলো ভাষা।
আরও দেখুনঃ সাধারণ জ্ঞান
ভাষার উপাদান কয়টি ?
ভাষার উপাদান ৪ টি।
- ধ্বনি
- শব্দ
- বর্ণ
- বাক্য
আরও প্রশ্ন করুন
ধ্বনিঃ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্র থেকে স্বেচ্ছায় যে আওয়াজ সৃষ্টি করে তাকে ধ্বনি বলে।
শব্দঃ এক বা একের অধিক ধ্বনির সমন্ধে যদি কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে।
বর্ণঃ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে।
বাক্যঃ যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে।
বন্ধুরা আশা করি আপনারা ভাষার উপাদান কয়টি জানতে পেরেছেন।