নিজের বিয়ের স্বপ্ন দেখলে কি হয়

নিজের বিয়ের স্বপ্ন দেখলে কি হয়

আসসালামুআলাইকুম,

স্বপ্নে নিজের বিবাহ দেখা বা বিবাহ ঠিক হওয়া এই ধরনের স্বপ্ন আমরা অনেকে দেখে থাকি , তাই আপনাদের সুবিধার্থে আজকে স্বপ্ন নিয়ে একটা পোস্ট নিয়ে এলাম। দেখা যাচ্ছে আমাদের মধ্যে যারা অবিবাহিত ভাই বোন আছেন তারাই এই ধরনের স্বপ্ন তুলনামূলকভাবে একটু বেশি দেখে থাকেন। তবে বিবাহিতরাও কমবেশি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন , তাহলে এখন কথা হল এই ধরনের স্বপ্নের মানে কি হতে পারে?

তবে একটা কথা বলে রাখা ভাল ব্যক্তির স্বপ্ন দেখার সময় এবং ব্যক্তিভেদে স্বপ্নদ্রষ্টার বয়স শিক্ষা ,  বৈবাহিক অবস্থা, চরিত্র ইত্যাদি বেশ কিছু বিষয়ের উপর স্বপ্নের তাৎপর্য বা ব্যাখ্যা নির্ভর করে, দেখা গিয়েছে যে দুইজন আলাদা আলাদা ব্যক্তি একই স্বপ্ন দেখেছেন, কিন্তু দুজনের স্বপ্নের মানে সম্পূর্ণ আলাদা হতে পারে। আর সেটার কারণ হলো উপরে উল্লেখিত বিষয়গুলোর কারণেই।

তো এখন আমরা জানবো যদি কেউ স্বপ্নে দেখে যে তাহার নিজ বিবাহ হচ্ছে ,এই ধরনের স্বপ্ন যদি অবিবাহিতরা দেখে থাকেন তাহলে তার পাঁচটি সম্ভব ব্যাখ্যা এখন আমরা আলোচনা করবো।

১) যে স্বপ্ন দেখেছে তার সাথে যদি কারো প্রেমপ্রণয়ে থেকে থাকে তাহলে তার সাথে ভীষণ রকমের ঝগড়া হতে পারে কিন্তু আবার যদি তাহাদের মধ্যে মনোমালিন্য থাকে তাহলে তাদের মনোমালিন্যে অবসান হইবে।

২) বিবাহ মানে জীবনের নতুন অধ্যায় পদার্পণ করা তার মানে হল স্বপ্নদ্রষ্টার জীবনে নতুন কোন বিষয় ঘটতে যাচ্ছে‌ অথবা স্বপ্নদ্রষ্টা ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার আলামত।

৩) বিয়ে যেহেতু অনেক অনৈতিক কাজ কর্ম থেকে আমাদেরকে বিরত রাখতে সাহায্য করে, তাই এই ধরনের স্বপ্নের মানে এই হতে পারে যে হয়তো স্বপ্নদ্রষ্টার সামনে জঘন্য কোন পাপের সুযোগ আসতে পারে, সেই সমস্ত পাপ থেকে স্বপ্নদ্রষ্টা যেন বিরত থাকেন তার প্রতি ইঙ্গিত করা হইতে পারে।

৪) বিয়ের মাধ্যমে অনেক দায়িত্বহীন মানুষও একটা সময় দায়িত্ববান হয়ে উঠেন, তাই কেউ হয়তো কোনো দায়িত্ব পেতে যাওয়া বা বর্তমান দায়িত্বের প্রতি সুবিচার ও করার জন্য ও বিবাহ স্বপ্ন দেখে থাকতে পারেন।

৫) বিয়ের স্বপ্ন দেখা অর্থাৎ বাস্তবেও তার বিবাহ হাওয়ার সম্ভাবনা।

এখন আমরা জানবো বিবাহিতরা এই ধরনের স্বপ্ন দেখার মানে তার সম্ভাব্য পাঁচটি ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো।

১) স্বপ্নদর্শনকারী নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেতে যাচ্ছে বা পেতে পারে এ ধরনের সম্ভাবনা বুঝিয়ে থাকে।

২) স্বপ্নদ্রষ্টার অতিরিক্ত কোনো মানসিক চাপ বা বিশেষ চিন্তায় পড়ার সম্ভাবনা।

৩) স্বপ্নদ্রষ্টা দ্রুত সম্পদশালী হাওয়ার ও ইঙ্গিত হতে পারে।

৪) স্বপ্নদ্রষ্টা মামলা-মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা।

৫) স্বপ্নদ্রষ্টার আপন লোকের সাথে শত্রুতা বেড়ে যাওয়ার সম্ভাবনা।

অন্যান্য কারণ।

কিন্তু যদি কোন ব্যক্তি জদি স্বপ্নে দেখেন যে উনি তার স্ত্রী কেই বিয়ে করেছেন তাহলে এটা ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাওয়ার আলামত।

আর যদি কেউ স্বপ্ন দেখেন যে তাহার মৃত স্ত্রীর সাথে তাহার বিবাহ হচ্ছে তবে এই স্বপ্নের মানে হল স্বপ্নদ্রষ্টার নেক হায়াত বৃদ্ধি পাওয়ার আলামত।

আর কেউ যদি দেখেন যে তাহার বিচ্ছেদ স্ত্রীর সাথে তাহার আবার পুনরায় বিবাহ হচ্ছে, তবে এই ধরনের স্বপ্নের মানে হল স্বপ্নদ্রষ্টা কোন লজ্জাজনক অবস্থায় পড়বে বা কোনো কারণে লোক সমাজে লজ্জায় পড়ার আলামত। 

স্বপ্নে কেহ যদি আত্মীয়োর ভিতর নিজের বিবাহ হইতে দেখেন, তাহলে লোক সমাজে তার গ্রহণযোগ্যতা বেশি পাওয়ার আলামত।

যদি কেউ স্বপ্নে অপরিচিত কারো সাথে বিবাহ অস্থির হইতে দেখেন তবে স্বপ্নদ্রষ্টা কোন কারনেই উচ্ছ্বাসিত আনন্দিত বা খুশি হইবে অথবা বাস্তবেও ইহা দ্রুত বিবাহের আলামত।

আজকের পোস্টটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাবেন নিশ্চয়, ভালো লাগলে শেয়ার করুন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি টাটা।

আরো দেখুন:

Google News

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *