সেলস কাকে বলে– আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের আলোচনা পর্বে। আপনারা যারা সেলস কাকে বলে, সেলস কত প্রকার ও কি কি ইত্যাদি এই বিষয়ে জানতে চান তারা আমাদের আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। তাহলে আসুন আমাদের মূল আলোচনা পর্ব শুরু করি। আরও পড়ুনঃ গ্রাজুয়েট অর্থ কি?
সেলস কাকে বলে?
কোন পণ্য বা সেবা ক্রেতার নিকট বিক্রয় করাকে সেলস বলে।
সেলস বলতে কী বোঝায়?
মূলত দুই বা ততোধিক পক্ষের মধ্যে কোন পণ্য বা সেবা অর্থের বিনিময়ে লেনদেন করাই হলো সেলস। আরেকটু ভিন্নভাবে বললে বলা যায় বিক্রয় হচ্ছে দুই বা তার অধিক পক্ষের মধ্যে লেনদেন করা। যেখানে ক্রেতা অর্থের বিনিময়ে দৃশ্যমান অথবা অদৃশ্যমান পণ্য সেবা গ্রহণ করে থাকেন।
সুতরাং বলতে পারেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা ইনকাম করার জন্য দুটি পক্ষের মধ্যে পূর্ণ বা সেবা আদান-প্রদান করাকেই সেলস বা বিক্রয় বলা হয়।
সেলস কত প্রকার ও কি কি?
সেলস এর নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। তবে এর তিনটি মূল শর্ত রয়েছে। আর সেলসের সেই সকল শর্ত সমূহ হলো:
- দুই দুইটি পক্ষ
- পণ্য বা সেবা আদান-প্রদান
- মুনাফা অর্জনের উদ্দেশ্য।
সেলস এর জনক কে?
অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন সেলস এর জনক কে? মূলত এর ইতিহাস থেকে জানা যায়– সেলস এর জনক হলো জন প্যাটার্সন, যাকে আধুনিক সেলস ম্যানেজমেন্ট এর জনক বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
পরিশেষে: সেলস কাকে বলে, সেলস কত প্রকার এবং এর জনক কে এ সম্পর্কিত আমাদের আর্টিকেলটি আজকে এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আরও দেখুনঃ